নওগাঁর মান্দায় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মান্দার কিত্তলী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি দল। এ সময় কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজান জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’
আব্বাস আলী/এসজে/এমকেএইচ