মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় এক যুবক ছটফট করছিলেন। এ সময় লোকজন এগিয়ে গেলে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন বলে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। সেখানে নেয়ার কিছুক্ষণের মধ্যে শরীফ মারা যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘খুনিকে ধরতে অভিযান চলছে।’
আব্দুল আজিজ/এসজে/জিকেএস