দরজায় কড়া নাড়ছে ঈদ। ফলে ঘরমুখো হচ্ছেন মানুষ। এতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু বাস চালক, হেলপার ও যাত্রী কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।
রোববার (১৮ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে অন্যান্য পরিবহনের চেয়ে দূরপাল্লার বাস বেশি। ফলে বাস কাউন্টারের আশপাশে গাড়ির জটলা লক্ষ্য করা গেছে। তবে যাত্রীর চাপ বাড়লেও বাসের হেলপারদের অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি।
আবুল কালাম নামের এক যাত্রী বলেন, ‘আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আসলাম। এখন দাউদকান্দি যাবো। রাস্তায় গাড়ির চেয়ে যাত্রী বেশি।’
রাজিয়া বেগম নামের আরেক যাত্রী বলেন, ‘ভাড়া বেশি নিচ্ছে না। কিন্তু রাস্তায় মানুষ বেশি।’
তিশা বাসের হেলপার রুহুল আমিন বলেন, ‘রাস্তায় যাত্রী বেশি আছে ঠিকই। কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উভয়মুখী গাড়ির চাপ বেড়েছে। বিকেল হলেই এ সড়কে গাড়ির পাশাপাশি যাত্রীর চাপও বেশি থাকে।
এস কে শাওন/এসএমএম/এমএস