দেশজুড়ে

সিরাজগঞ্জের সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

উত্তরবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক।

শনিবার (১৭ জুলাই) গভীর রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত এ মহাসড়কে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।

রোববার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড় পাঁচলিয়া ও হাটিকুমরুল গোল চত্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে যান চলাচলে ধীরগতি হওয়ায় মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সেটা তাৎক্ষণিক নিরসনের চেষ্টা চালাচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম