ত্রাণ নিতে আসা কর্মহীন ও দুস্থদের সম্মানের কথা চিন্তা করে গোপালগঞ্জে রাতের আঁধারে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা।
শনিবার (১৭ জুলাই) গভীর রাতে শহরের মান্দারতলা, গেটপাড়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কর্মহীন ও অসহায় মানুষদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এসপি। এ খাদ্য সহায়তার মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি করে তেল, পেঁয়াজ, আলু ও ডাল ও দুই পিস সাবান রয়েছে।
খাদ্য সহায়তা নিতে আসা অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, করোনার কারণে দীর্ঘসময় বিধিনিষেধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন তারা। স্ত্রী-সন্তান নিয়ে ঈদে কীভাবে চলবে?- সেই চিন্তায় দিন কাটছিল তাদের। এমন সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তাদের সেই চিন্তা দূর হয়েছে।
গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকা জাগো নিউজকে বলেন, সবসময় পুলিশ মানবিক কাজ করে আসছে। করোনার সময়ও পুলিশ সদস্যরা বসে নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণসহ অসহায় মানুষদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন।
সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও ঘরে থাকার অনুরোধ জানিয়ে আগামীতেও এসব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান/এসএমএম/এএসএম