সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খুলে ধরা পড়েন ভ্রাম্যমাণ আদালতের হাতে। পরে তাদের জরিমানা কিংবা কোনো শাস্তি না দিয়ে প্রত্যেকের হাতে ১০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম।
শনিবার (২৪ জুলাই) দিনগত রাতে উপজেলার বিভিন্ন মোড়ে খোলা চায়ের দোকান বন্ধ করে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার রাতে ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলামে অভিযানে বের হন। এসময় উপজেলার বিভিন্ন সড়কে খোলা চায়ের দোকান বন্ধ করে দেন। এসময় প্রত্যেক দোকানদারকে ১০ দিনের খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, চিনি ও লবণ।
স্থানীয় চা দোকানি ওলি উল্লাহ বলেন, ‘পেটের জ্বালায় দোকান খুলতে হয়। সপ্তাহে দুটি কিস্তি আছে। দোকান না খুললে কিভাবে কিস্তি দেবো? সরকার খাবার দেয়ায় তবুও খাবারের চিন্তা তো গেল।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে টুঙ্গিপাড়ার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।’
মেহেদী হাসান/আরএইচ/জেআইএম