হলিউড অভিনেত্রী রবিন রাইট নিজের বাগদান ভেঙ্গে দিলেন। ৩৪ বছর বয়সী অভিনেতা বেন ফস্টারের সঙ্গে আংটি বদলের ১০ মাস পর ৪৮ বছর বয়সী এ নায়িকা বিয়ে না করার সিদ্ধান্ত নেন।টাইমস অব ইন্ডিয়া জানায়, বেন ফস্টারের সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল বলেই বাগদান ভাঙলেন মিস রাইট।বেনের সঙ্গে বয়সে ১৪ বছরের পার্থক্যের জন্যই নাকি হয়েছে ঝামেলা। রবিন কিছুতেই তার সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। এতদিন একসঙ্গে থাকার ফলেই ব্যাপারটা গভীরভাবে অনুভব করেছেন ‘হাউজ অব কার্ডস’ খ্যাত এ অভিনেত্রী। তাই তাসের ঘরের মতোই বেনের সঙ্গে নিজের বাগদান ভেঙ্গে দিলেন।উল্লেখ্য যে, ২০১১ সালে ‘র্যামপার্ট’ সিনেমার সেটে প্রথম দেখা হয় সাবেক এ প্রেমিকযুগলের। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকেই ধুমসে ডেটিং করেন তারা। ২০১৩ সালে আংটি বদল করার পর এখন বিচ্ছেদ করলেন।- টাইমস অব ইন্ডিয়া