দেশজুড়ে

পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির পাঙ্গাশ, ৩৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে নেয়া হয়। মাছ ব্যবসায়ী মো. লালচাঁদ খান, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খান ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. লালচাঁদ খান বলেন, ‘পদ্মার পাঙ্গাশ প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশি। যে কারণে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজিদরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।’

রুবেলুর রহমান/এসজে/জেআইএম