কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নয়জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন একই পরিবারের।
বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদেরকে আটক করেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮), নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।
সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে তৎপরতা চালানোর সময় একটি অটোরিকশায় কিছু লোক গাদাগাদি করে যেতে দেখা যায়। অটোরিকশা থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়- সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থততায় ভারত যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প পালিয়ে এসেছে তারা। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, আটক রোহিঙ্গাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মাসুদ রানা/এএএইচ