দেশজুড়ে

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার মিলপাড়া এলাকার তোফাজ্জেল শেখের ছেলে মো. ফজলু শেখ (৪৩) ও রাজবাড়ী গোয়ালন্দের ক্যানেল ঘাট নুর মণ্ডলপাড়ার মৃত জনাব আলী শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫) ।

শুক্রবার (৩০ জুলাই) ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুখালী উপজেলার মহনপুর বাজার এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিনসহ ফজলু শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ক্যানাল ঘাট এলাকার মডেল স্কুলের পাশ থেকে জাহাঙ্গীর শেখকে ১টি এল জি ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক পৃথক থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানিয়েছেন।

রুবেলুর রহমান/এফআর/ইএ/জিকেএস