পাবনার সুজানগরে সিএনজিচালিত অটোরিকশা এবং শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের দ্বারিয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা সবুজ আলীর মেয়ে সিনথিয়া (৬) ও দুই মাস বয়সী আয়শা। তবে তাৎক্ষণিক নিহত অটোরিকশা চালকের নাম জানা যায়নি। আহত হয়েছেন নিহত দুই শিশুর মা বিলকিস খাতুন (২৫) ও অটোরিকশার আরও দুই যাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সবুজের স্ত্রী ঈদ উপলক্ষে বাবার বাড়ি সুজানগরে গিয়েছিলেন। সেখান থেকে সন্তানদের নিয়ে একটি অটোরিকশায় চড়ে স্বামীর বাড়ি বোয়ালিয়া গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ আলীর দুই মেয়ে ও অটোরিকশাচালক মারা যান।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় সবুজ আলীর স্ত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অটোরিকশায় থাকা অপর দুজন যাত্রীও আহত হয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হতাহতদের পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমিন ইসলাম/এসজে/এএসএম