চাকরিজীবন শেষে সিরাজগঞ্জের সলঙ্গা থানা থেকে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরেছেন পুলিশ সদস্য শামসুর রহমান।
সোমবার (২ আগস্ট) দুপুরে অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে পুষ্পসজ্জিত গাড়িতে করে উল্লাপাড়া উপজেলার কুয়াগাতী গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
শামসুর রহমানের দীর্ঘ ৩৬ বছরের চাকরিজীবন শেষে সোমবার থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হয়।
বিদায়ী পুলিশ কনস্টেবল শামসুর রহমান বলেন, ‘চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেয়া নিঃসন্দেহে অনেক আনন্দের। পুলিশ সুপারের এমন নির্দেশনা আমাদের গর্বিত করেছে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমার জীবনে।’
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় কনস্টেবল শামসুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এরপর সুসজ্জিত পুলিশের গাড়িতে কর্মস্থল থেকে শেষ বারের মতো গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়।’
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমকেএইচ