দেশজুড়ে

আড়াইহাজারে নারীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হালিমা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের ভাসুরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভিটি কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই গ্রামের আবদুল করিমের স্ত্রী। এ সময় আব্দুল করিমও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী হাসান আলীর সঙ্গে মেয়ের বিয়ে দেন হালিমা বেগম। বৃহস্পতিবার হাসানের সঙ্গে তার বড় ভাই ইমাম আলীর বাগবিতণ্ডা হয়। এ সময় হালিমা বেগম মেয়ের জামাইয়ের পক্ষে অবস্থান নিয়ে তর্কে জড়িয়ে পড়লে ইমাম আলী তাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। এতে হালিমা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে হালিমা মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচ্ছুর রহমান মোল্লা বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সে সঙ্গে আসামিকে গ্রেফতারের অভিযান চলছে।’

আরএইচ/এএসএম