দেশজুড়ে

ফ্যানের তার লাগাতে গিয়ে প্রাণ গেল যুবকের

বগুড়ার নন্দীগ্রাম সিলিং ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দত্ত কুমার (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।

নিহত দত্ত কুমার গোপালপুর গ্রামের সুখিন চন্দ্রের ছেলে।

নিহতের পরিবার জানায়, রাতে নিজের ঘরের সিলিং ফ্যানের একটি তার লাগাতে যায় দত্ত কুমার। সুইচ চালু থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এএইচ/জিকেএস