খেলাধুলা

পদকে ঠাসা দিনে অলিম্পিকে দেখবেন যেসব খেলা

দেখতে দেখতে সমাপনীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টোকিও অলিম্পিক। রোববার পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। তার আগে আজ (শনিবার) গেমসের জন্য পদকে ঠাসা এক দিন। যেদিন হয়তো বারবার রদবদল ঘটবে পদক তালিকায়।

এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩৭টি স্বর্ণপদক জিতেছে গত তিন অলিম্পিকের সেরা দেশ চীন। তাদের কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের অর্জন ৩১টি সেরার পদক। চমক জাগিয়ে শুরু করা স্বাগতিক জাপানের ঝুলিতে জমা পড়েছে ২৪টি স্বর্ণ।

আজ গেমসের ১৫তম দিনে ১৯টি ইভেন্টে ৩৪টি স্বর্ণের জন্য লড়বেন অলিম্পিকের ক্রীড়াবিদরা। এদিন রয়েছে ফুটবলের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে ফুটবলের স্বর্ণ ধরে রাখার মিশনে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।

একনজরে দেখে নেয়া যাক অলিম্পিকের আজকের সূচি

আর্টিস্টিক সুইমিংদলীয় ফ্রি রুটিন - বিকেল ৪.৩০ মিনিট

অ্যাথলেটিকসনারীদের ম্যারাথন - ভোর ৩.০০টানারীদের হাই জাম্প - বিকেল ৪.৩৫ মিনিটনারীদের ১০০০০ মিটার - বিকেল ৪.৪৫ মিনিটপুরুষদের জ্যাভলিন থ্রো - বিকেল ৫.০০টাপুরুষদের ১৫০০ মিটার - বিকেল ৫.৪০ মিনিটনারীদের ৪*৪০০ মিটার রিলে - সন্ধ্যা ৬.৩০ মিনিটপুরুষদের ৪*৪০০ মিটার রিলে - সন্ধ্যা ৬.৫০ মিনিট

বেসবলফাইনাল - বিকেল ৪.০০টা

বাস্কেটবলপুরুষদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট

বিচ ভলিবল পুরুষদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট

বক্সিং পুরুষদের ৪৮-৫২ কেজি ফাইনাল - বেলা ১১.০০টানারীদের ৪৮-৫১ কেজি ফাইনাল - বেলা ১১.১৫ মিনিটপুরুষদের ৬৯-৭৫ কেজি ফাইনাল - বেলা ১১.৪৫ মিনিটনারীদের ৬৪-৬৯ কেজি ফাইনাল - বেলা ১২.১৫ মিনিট

ক্যানোয় স্প্রিন্টনারীদের দ্বৈত ৫০০ মিটার - সকাল ৮.৩৭ মিনিটপুরুষদের একক ১০০০ মিটার - সকাল ৮.৫৩ মিনিটনারীদের কায়াক ৫০০ মিটার - সকাল ৯.১৯ মিনিটপুরুষদের কায়াক ৫০০ মিটার - সকাল ৯.৩৭ মিনিট সাইক্লিংপুরুষদের ম্যাডিসন ফাইনাল - দুপুর ১.৫৫ মিনিট

ডাইভিংপুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম - বেলা ১২.০০টা

ইকুয়েস্ত্রিয়ানজাম্পিং দলীয় ফাইনাল - বিকেল ৪.০০টা

ফুটবলপুরুষদের ফাইনাল - বিকেল ৫.৩০ মিনিট

গলফনারীদের একক স্ট্রোক - সকাল ১০.১৫ মিনিট

হ্যান্ডবলপুরুষদের ফাইনাল - সন্ধ্যা ৬.০০টা

কারাতেনারীদের কুমি +৬১ কেজি - বিকেল ৪.৫৫ মিনিটপুরুষদের কুমি +৭৫ কেজি - বিকেল ৫.০৫ মিনিট

মডার্ন পেন্থালনপুরুষদের একক লেজার রান - বিকেল ৪.৩০ মিনিট

রিদমিক জিমন্যাস্টিকএকক অল এরাউন্ড ফাইনাল - বেলা ১২.২০ মিনিট

ভলিবলপুরুষদের ফাইনাল - সন্ধ্যা ৬.১৫ মিনিট

ওয়াটার পোলোনারীদের ফাইনাল - দুপুর ১.৩০ মিনিট

রেসলিংপুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৪.৩০ মিনিটপুরুষদের ৯৭ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৪.৩০ মিনিটনারীদের ৫০ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৫.৫৫ মিনিট

এসএএস/এমকেএইচ