সিরাজগঞ্জে রাতের আঁধারে জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে পৌর এলাকার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। ‘যুগান্তর সংসদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ ব্যানার টানানো হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২ আগস্ট ব্যানারটি টানানো হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা পুরো ব্যানার ব্লেড দিয়ে কেটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বলেন, দলের ভেতরের অনুপ্রবেশকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।
খবর পেয়ে শনিবার (৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম