নোয়াখালীতে গণটিকার ক্যাম্পেইনে ২৯১টি কেন্দ্রে করোনা টিকা পেয়েছে ৬৪ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ২৯ হাজার ২২৫ ও পুরুষ ৩৪ হাজার ৯৭৬ জন।
শনিবার (৭ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলায় নয় উপজেলা ও দুই পৌরসভায় করোনা টিকা দেয়া হয়।
এর মধ্যে, সদরে ছয় হাজার ৬৫৬ জন, বেগমগঞ্জে ১১ হাজার ২৮০ জন, সোনাইমুড়ীতে ছয় হাজার ৯১০ জন, চাটখিলে ছয় হাজার জন, সেনবাগে পাঁচ হাজার ৭১৮ জন, কোম্পানীগঞ্জের তিন হাজার ৯০০ জন, হাতিয়ায় ছয় হাজার ১৬৮ জন, সুবর্ণচরে চার হাজার ৮১০ জন, কবিরহাটে পাঁচ হাজার ৫৮৭ জন, নোয়াখালী পৌরসভায় চার হাজার ৩৯৬ জন ও চৌমুহনী পৌরসভায় দুই হাজার ৭৭৬ জন।
সিভিল সার্জন আরও বলেন, এছাড়াও নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে সরকারি ক্যাম্পেইন মোতাবেক কর্মসূচি হাতে নেয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরএম