নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মুজিব চত্বর, বঙ্গবন্ধু ম্যুরাল (চেতনার বাতিঘর) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
তিনি বলেন, জেলার ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে একটি নিজস্ব সফটওয়ার তৈরি করা হয়েছে। এতে ভূমি সংক্রান্ত মামলার অগ্রগতি যে কোনো স্থান থেকে দেখা ও জানা যাবে।
জেলা প্রশাসক বলেন, সরকারের সময়োচিত কার্যকর পদক্ষেপ নেয়ায় নেত্রকোনায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় নেত্রকোনার সার্বিক উন্নয়নে গৃহীত নানা পরিকল্পনা ভিডিও চিত্রের মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ্ আল মাহমুদ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সঞ্জয় সরকার, কামাল হোসাইন, আনিসুর রহমান, পল্লব চক্রবর্তীসহ জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম