জামালপুরের ইসলামপুরে গলায় আপেল আটকে হযরত আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকালে উপজেলার বানিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হযরত আলী একই উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীরা জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে বানিয়াবাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে হযরত আলী। বিকালে আপেল খাওয়ার এক পর্যায়ে তার গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএম আবু তাহের বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
আরএইচ/এএসএম