দেশজুড়ে

কি‌শোরগ‌ঞ্জে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৭

কিশোরগঞ্জে করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সদর, ক‌রিমগ‌ঞ্জ, ক‌টিয়াদী‌ ও কু‌লিয়ারচর উপ‌জেলায় একজন করে এবং পাকু‌ন্দিয়া উপ‌জেলায় দুজন মারা যান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় তা‌‌দের মৃত্য হয়। এ নিয়ে জেলায় ক‌রোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯১ জ‌ন।

একই সময়ে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে ১০ হাজার ৮৬৫ জন। বর্তমা‌নে আক্রান্ত আছেন তিন হাজার ৩৪৮ জন।

‌কি‌শোরগ‌ঞ্জ সি‌ভিল সার্জন ডা. মু‌জিবুর রহমান বৃহস্পতিবার (১২ আগস্ট) রা‌তে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন রোগী ভ‌র্তি হ‌ন। এ সম‌য়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। বর্তমা‌নে হাসপাতা‌লে ১৭৪ জন রোগী ভ‌র্তি আছেন। তা‌দের মধ্যে সাতজন আই‌সিইউ‌তে এবং ১১ জন এইচ‌ডিইউ‌তে চি‌কিৎসা নি‌চ্ছেন।

জেলার একমাত্র হাওর উপ‌জেলা অষ্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

নূর মোহাম্মদ/এসআর