দেশজুড়ে

মোংলায় ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করা ৯ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন। সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন।

হরিণ শিকারিরা হলেন- আবজাল ব্যাপারীর ছেলে মো. সাজ্জাদ ব্যাপারী, সালাম সরদারের ছেলে এমদাদুল সরদার, সেকেন্দার আলী শেখের ছেলে মহিদুল শেখ ও রেজাউল শেখ, ইসমাইল মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা, হাবিবুর মৌছাল্লির ছেলে বাচ্চু মৌছাল্লি, আব্দুল কাদের খাঁনের ছেলে আতাউর খাঁন ইসমাইল শেখের ছেলে রুবেল শেখ এবং ইয়ার আলী জোমাদ্দারের ছেলে ফরিদ জোমাদ্দার। এরা সবাই সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।

এ সময় পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চিলা ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ৮ নম্বর ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান, চিলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস