সুন্দরবনে ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। সোমবার (১৬ আগস্ট) চরাপুটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের নূরুল হক হাওলাদারের ছেলে রেদোয়ান হাওলাদার (২০), একই উপজেলার তাফালবাড়ী গ্রামের করিম হাওলাদারের ছেলে আবদুল মান্নান হাওলাদার (৫৫), চরদোয়ানী গ্রামের চান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫) ও মঠেরপাড় গ্রামের নাজিম হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪০)।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি চাকু, দুটি দা, একটি হাত করাত, এক কেবিন বরফ, পাল্লা ও তিনটি পাতিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শওকত বাবু/আরএইচ/জিকেএস