রাজনীতি

তিন বছর পর মুক্তি পেলেন ইসহাক সরকার

৩ বছর ২ মাস কারাগারে আটক থাকার পর ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে গত ১৯ জুলাই জামিন পেয়ে অবশেষে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্ত হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেএইচ/এমএইচআর/জিকেএস