দেশজুড়ে

ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে রুবেল মিয়া নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাকি না দেয়ায় দোকানিকে মারধর এবং দোকান বন্ধ করে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মানববন্ধন করেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্য পাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত ১২ আগস্ট শাহীন মিয়ার দোকানে ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য রুবেল মিয়া বাকি চান। দিতে অস্বীকৃতি জানালে দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন মিয়া সরিষাবাড়ী থানায় অভিযোগ করেন। কিন্তু এখনও ওই অভিযোগের কোনো কিনারা না হওয়ায় মানববন্ধন করা হয়। এ সময় ইউপি সদস্য রুবেল মিয়াকে অপসারণসহ সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, ইউপি সদস্য রুবেল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ/এমকেএইচ