পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ফেরি ঘাটে অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাক ও বাসের লম্বা লাইন দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন চালকরা। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
এছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে দৌলতদিয়া থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ সড়কেও আটকে রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোতে ফেরি পারাপারে আগের তুলনায় সময় দ্বিগুণ সময় বেশি লাগছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়ায়।
তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চললে চাপ কমে যাবে।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম