টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত কাউন্সিলর মোর্শেদ ওই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার মরহুম আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা এবং ডিবি পুলিশের একটি দল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করে। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএইচ/জেআইএম