দেশজুড়ে

জামালপুরে রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর-মেলান্দহ সড়কে বেতমারী গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, কে বা কারা রাস্তার পাশে মৃত অবস্থায় নবজাতকে ফেলে গেছে। পরে পুলিশকে খবর দিলে মেলান্দহ থানার পুলিশ পলিথিন ব্যাগ মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, কে বা কারা রাস্তার পাশে এটাকে ফেলে চলে গেছে তা আমরা জানতে পারিনি।

এএইচ/এমকেএইচ