দেশজুড়ে

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে সোমাইয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কাহালু উপজেলার বড়দামা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া ওই এলাকার শাহিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সোমাইয়া বাড়ি থেকে সবার অজান্তে বের হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এসআর/এমকেএইচ