দেশজুড়ে

বগুড়ায় প্রতীকী ক্লাস নিলো ছাত্রফ্রন্ট

বগুড়ার সাতমাথায় সড়কে ক্লাস নিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখা।

রোববার (২২ আগস্ট) ‘অনলাইন নয়, রাজপথই হোক ক্লাস। বিশেষ ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতির আহ্বায়ক নিয়তি সরকার নিতু। সদস্য সচিব সাইফুল ইসলাম সৌরভের সঞ্চালনায় প্রতীকী ক্লাস নেন সমাজতান্ত্রিক দল বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল।

এ সময় প্রতিবাদী ক্লাসে নেতারা বলেন, দেশের সব শিল্প-কারখানা চলছে, ব্যবসা, দোকান, বাস, লঞ্চ চলাচল করছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দুই বছর ধরে বন্ধ। শিক্ষা জীবন থেকে অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়ছে। শিক্ষার্থীদের মনোযোগ বইয়ের পাতায় নেই, কিশোর গ্যাং, পাবজি, ফ্রি ফায়ার গেইমে। অসংখ্য শিক্ষার্থী তাদের চাকরির বয়স হারিয়েছেন। শিক্ষাজীবন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বাল্যবিয়ে বেড়েছে।

তারা আরও বলেন, নাম মাত্র আয়োজন ছাড়াই অনলাইন ক্লাসের ঘোষণা দিলেও সেখানে উপস্থিতির সংখ্যা কম। শিক্ষকদের ক্লাস করানোর কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নেই। সেই সঙ্গে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোন, এমবি, নেটওয়ার্ক সমস্যায় অনলাইন ক্লাসের বাইরে অবস্থান করছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় যখন বন্ধ, জীবন নির্বাহ যখন হুমকির মুখে তখনো শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি নেয়া বন্ধ হয়নি। এক্ষেত্রে সরকারি আর্থিক কোনো প্রণোদনা চোখে পড়েনি। ফলে শিক্ষাজীবন ও শিক্ষার্থী পরিবার আজ দুর্দিনে কাটছে।

নেতারা বলেন, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও মাত্র ১৪ দেশের মধ্যে সব থেকে বেশি পিছিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশে। এসব সমস্যার কথা উল্লেখ করে বক্তারা বিশেষ ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

আরএইচ/এমকেএইচ