গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচিত সেই স্কুলশিক্ষিকা ফিরোজা খানমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ফিরোজা খানমকে তার তারাশীর বাসা থেকে গ্রেফতার করে।
ফিরোজা খানম উপজেলার টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তারাশী গ্রামের জালাল উদ্দিন ফকিরের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন আগে স্কুলশিক্ষিকা ফিরোজা খানম প্রতিবেশী মিজানুর রহমান তালুকদারের জায়গা দখল করে ভবন নির্মাণ শুরু করেন। বাধা দিলে লোকজন নিয়ে মিজানুর রহমান তালুকদারকে মারধর করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে আলোচনায় আসেন ফিরোজা খানম।
মিজানুর রহমান তালুকদার বলেন, ফিরোজা খানম যে জায়গায় ভবন নির্মাণ শুরু করেছেন সেটি নিয়ে আদালতে মামলা চলছে। এছাড়া ওই জায়গার ওপর ১৪৪ ধারা জারি রয়েছে। ফিরোজা খানম ১৪৪ ধারা ভঙ্গ করে ভবন নির্মাণ করতে যান। পরে গত বুধবার (১৮ আগস্ট) বিষয়টি আমি আদালতকে অবহিত করি। আদালত ফিরোজা খানম ও তার স্বামী জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মিজানুর রহমান তালুকদার আরও বলেন, ফিরোজা খানমের স্বামী জালাল উদ্দিন ফকির সেনাবাহিনীতে চাকরি করেন। তার কথা বলে ফিরোজা খানম প্রতিনিয়ত আমাদের হুমকি দেন।
এর আগে ফিরোজা খানম লোহারংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেন। এরপর তাকে টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
এ বিষয়ে জানার জন্য ফিরোজা খানমের বাড়িতে গিয়েও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, আদালতের নির্দেশে ফিরোজা খানমকে গ্রেফতার করা হয়েছে।
মেহেদী হাসান/আরএইচ/এমকেএইচ