দেশজুড়ে

শেরপুরে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার শেরপুরে মো. শাহজামাল ওরফে জামাল (৬২) নামের ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) ভোরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আদম জামুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাসেন আলী প্রামাণিকের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি শাহজামাল ওরফে জামালকে গ্রেফতার করা হয়। ২০০৩ সালে অস্ত্রসহ গ্রেফতার হন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। সে মামলায় ২০১৮ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায় ঘোষণা করেন। রায়ে আসামি শাহজামাল ওরফে জামালকে ১৭ বছরের সাজা দেন। এরপর থেকেই তিনি সে ঢাকায় পলাতক ছিলেন। একপর্যায়ে দীর্ঘ তিন বছর পর রাতের আঁধারে গ্রামের বাড়িতে আসেন।

আরএইচ/জেআইএম