দেশজুড়ে

ভিজিএফ-ভিজিডির চাল মুদি দোকানে বিক্রি, মেম্বারের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৭ নম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য নুরজাহানের (৩৫) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলার অপর আসামি বাংলা বাজারের জামাল স্টোরের মালিক মো. জামাল উদ্দিন (৪২)।

রোববার (২২ আগস্ট) রাতে ভিজিএফ ও ভিজিডির চার বস্তা চাল মুদি দোকানে বিক্রির অভিযোগে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না (৩২) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার বিকেলে ওই দোকান থেকে চার বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে পুলিশ। চাল উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এসপি বলেন, ‘আসামি নুরজাহান মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহজাহানের স্ত্রী ও মো. জামাল উদ্দিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ সরদারের ছেলে।’

ইউপি সদস্য নুরজাহান বলেন, ‘প্যানেল চেয়ারম্যান হিসেবে গত ১৮ আগস্ট চাল বিতরণের দায়িত্বে ছিলাম। আমার আত্মীয়ের ভিজিএফ কার্ড ও স্বামীর জেলে কার্ডের পাঁচ বস্তা চাল ওই দোকানে রেখেছিলাম।’

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন জানান, অসুস্থতার কারণে তিনি চাল বিতরণের দিন উপস্থিত ছিলেন না।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর বরেন, ‘আমি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য চট্টগ্রামে আছি।’

ইকবাল হোসেন মজনু/এএএইচ