দেশজুড়ে

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো অন্তঃসত্ত্বার

পাবনার ঈশ্বরদীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) উপজেলার পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রিয়া খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃদুল আলীর স্ত্রী। তিনি ঈশ্বরদীর রূপপুর ইপিজেডের নারী শ্রমিক হিসেবে কাজ করতেন। ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী কাজের জন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রওয়ানা হন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে একটি পিকআপ ধাক্কা দিলে রিয়া খাতুন ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে স্বামী মৃদুল আলীও আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এএসএম