কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান রনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হেফাজতে ইসলামের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতার দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সিদ্ধিরগঞ্জে হেফাজত সহিংসতার দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত দুই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ আগস্ট রাতে মশিউর রহমান রনিকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে আটক করা হয়। পরদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এদিন তিন মামলার একটিতে জামিন শুনানি হয়। অন্য দুই মামলার নথি উচ্চ আদালতে থাকায় সেদিন শুনানি হয়নি। মঙ্গলবার ওই দুই মামলার শুনানি হয়।
এএইচ/জিকেএস