পাবনায় স্বর্ণের দোকানসহ চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার (২৩ আগস্ট) মধ্যরাতে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ডাকাতদল প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
মালঞ্চি বোর্ড বাজার এলাকার স্থানীয়রা জানান, সোমবার রাতে ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতো নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাত আনুমানিক দেড়টার দিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতদের দেখে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে তাদের অস্ত্রের মুখে বসিয়ে রাখা হয়। এরপর তারা একটি স্বর্ণের দোকানসহ চারটি দোকানের তালা কেটে ও ভেঙে ভেতরে ঢোকেন। পরে লুট করা মালামাল ট্রাক ও অটোরিকশায় করে নিয়ে যান।
পাবনার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস