দেশজুড়ে

প্রাইভেটকারের সিটের নিচে মিলল গাঁজা-ফেনসিডিল

ফেনীতে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এ সময় দুজনকে আটক করা হয়।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাগাজী সরকারি কলেজ রোড় এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের খুলসি থানার টিপিপি কলোনির বাসিন্দা আবদুর রহিমের ছেলে শফিকুর রহমান সম্রাট (২৬) ও পাহাড়তলী থানার সাগরিকা বঙ্গবাজার এলাকার নুরুল আলমের ছেলে মো, রনি (১৯)।

র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকারের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।

ইমরান আরও জানান, আটকরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জব্দ করা মাদক ও প্রাইভেটকারসহ আটকদের সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম