দিনাজপুরের বিরামপুরে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় বাবলু চন্দ্র (৪২) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে কেটরা ইউনিয়নের পাথহার এলাকা থেকে ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবলু ওই এলাকার দেউল গ্রামের সুনিল চন্দ্রের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।
জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হোসেন জানান, ভিক্ষা করেই দিনযাপন করতেন বাবলু। তার বাড়িতে মা, বাবা ও এক বোন আছে। প্রতিদিনই বাজার থেকে সবজি কুড়িয়ে বাড়ি ফেরেন তিনি। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি বাবলু। পরে রোববার দুপুরে রাস্তার পাশে একটি ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/ এফআরএম/এমকেএইচ