দেশজুড়ে

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র নিহত

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকির আহমদ (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জের তকিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

জাকির আহমদ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি ছাতক সরকারি ডিগ্রী কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছাতক থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা (সুনামগঞ্জ থ-০৯৮৫) ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (মৌলভীবাজার জ-১১-০২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ পাঁচজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির আহমেদকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ