দেশজুড়ে

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার ছবুর সিকদারের মেয়ে।

শিশুটির বাবা ছবুর সিকদার জানান, সকালে বাড়ির পাশে উঠানে খেলা করছিলো তোয়া। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুজি শুরু করেন সবাই। এক পর্যায়ে বাড়ি পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দ্রুত চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোয়াকে মৃত ঘোষণা করেন।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর তার ইসিজি করা হয়। পরে নিশ্চিত হয় যে শিশুটির মৃত্যু হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/ এফআরএম/এএসএম