ফরিদপুরের মধুখালীতে ছাগলের জন্য পাতা নিতে গিয়ে গাছ থেকে পড়ে তাপস রায় (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামালদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা অর্জুন রায়ের বড় ছেলে।
কামালদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান বলেন, ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করেতে দুপুরে বাড়ির পাশের একটি মেহগনি গাছে ওঠেন তাপস। এসময় অসাবধানতাবশত ১৫-২০ ফুট উঁচু গাছ থেকে তিনি মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেজ ভাই অখিল রায় বলেন, সন্ধ্যায় স্থানীয় মুজুরদিয়া শ্মশানে তার সৎকার করা হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস