দেশজুড়ে

চাঁদাবাজির সময় ‘অপরাধ তথ্যচিত্র’ পত্রিকার সম্পাদক আটক

বাগেরহাটে চাঁদাবাজি করার সময় মো. ফজলুল হক ও বরাদুল ইসলাম নামে সাংবাদিক পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে। পরে থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক দাবি করেন। এছাড়া বরাতুল ইসলাম ওই পত্রিকার ফটোসাংবাদিক পরিচয় দেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন দাখিল মাদরাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে করোনার সময় শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ এনে তারা চাঁদা দাবি করেন। সকালে চাঁদার টাকা নিতে এলে স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেয় । পরে সদর থানা পুলিশ তাদের আটক করে।

আটক মো. ফজলুল হকের বাড়ি খুলনার লবণচোরা এলাকায় এবং মো. বরাদুল ইসলামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের খলিশাকালী গ্রামে। এ ঘটনায় মাদরাসা শিক্ষক শেখ আব্দুল হান্নান বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন।

শওকত আলী বাবু/এএইচ/এএসএম