নীলফামরীর স্কুলে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার উৎসব পড়েছে। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ফের ক্লাসে ফেরার আনন্দ বিরাজ করছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায় স্কুল খোলার পূর্বপ্রস্তুতি।
সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাঈফ খন্দকার বলেন, আবার স্কুলে যাবো। সহপাঠীদের সঙ্গে দেখা হবে। পড়ালেখায় গতি আসবে ভেবে সত্যিই খুশি লাগছে।
ডোমার উপজেলার পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক সুকুমার রায় বলেন, স্কুল প্রায় আঠারো মাস ধরে বন্ধ। যেহেতু স্কুল চালু হবে। তাই ধোয়া মোছার কাজটা সেরে ফেলছি।
সদর উপজেলার টুপামারী সরকারি প্রথমিক বিদ্যালয়ে চলছে বেসিন তৈরির কাজ। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক বলেন, বিভিন্ন স্কুলে জনস্বাস্থ্যের প্রজেক্ট থেকে হাত ধোয়ার স্থান তৈরি নির্ধারণ করে দিয়েছে। যেহেতু ১২ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠান খুলতে হবে। তাই স্কুলের নিজস্ব উদ্যোগে হাত ধোয়ার স্থানটি তৈরি করা হচ্ছে।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমিউল ইসলাম বলেন, স্কুল চালু হবে এটি অত্যান্ত খুশির খবর। স্কুলে ফিরবে প্রাণ। বাচ্চাদের কলাহলে মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, স্কুল খোলার বিষয়ে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। শুনেছি শিক্ষকরাও প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ সময় পর স্কুল খুলছে শুনে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করছে।
এএইচ/এএসএম