সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নমিতা বালা মণ্ডল (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ আটুলিয়া গ্রামের নিরাপদ মণ্ডলের স্ত্রী।
এছাড়া বজ্রপাতে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্ত বৈদ্য (২৮) নামে এক জেলে বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তিনি একই ইউনিয়নের বড়কুপট গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন নমিতা বালা। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অন্যদিকে বিকেল ৫টার দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্ত বৈদ্য বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।’
আহসানুর রহমান রাজীব/এএএইচ