ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও প্রায় দুই যুগেরও বেশি সময়ের মধ্যে সন্মেলন করতে পারেনি। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিএনপি, জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তির পরিবার ব্যতীত যেসব নারীরা ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ করতে আগ্রহী, তাদের সবাইকে রাজনৈতিক জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। জীবন বৃত্তান্ত পাঠানোর ই-মেইল ঠিকানা হলো- bmahmuda888@gmail.com।
প্রসঙ্গত, প্রায় দুই যুগ ধরে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটির আহ্বায়ক ছিলেন নাজনীন হায়দার। এ পদের পাশাপাশি তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদেও ছিলেন। নাজনীন হায়দার গত ২৬ এপ্রিল ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান।
এন কে বি নয়ন/এএএইচ