দেশজুড়ে

হাসপাতালের শৌচাগারে ঝুলছিল রোগীর মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা খাতুন (৬০) নামে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মালেকা খাতুন আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হন মালেকা খাতুন। তিনি মানসিকসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। পরিবারের সদস্যরা রাতে তার সঙ্গে থাকতেন না। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শৌচাগারে যান মালেকা খাতুন। দীর্ঘ সময় পরেও না ফেরায় পাশের এক নারী শৌচাগারে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, মালেকা খাতুন আত্মহত্যা করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমএস