ভৈরবে রফিকুল ইসলাম রফিক নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের চন্ডিবের এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০১৫ সালে ভৈরব থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে ওই মামলার রায় ঘোষণা হলেও তিনি ওই সময় থেকে পলাতক।
আরএইচ/এএসএম