সুজন কোনো এক কারণে খুব বিখ্যাত হয়ে গেছেন। সাংবাদিক এসেছেন তার সাক্ষাৎকার নিতে—সাংবাদিক: আপনার বিবাহিত জীবন সম্পর্কে কিছু জানতে চাইছি। সুজন: ব্যক্তিগত বিষয়ে কিছু জানাতে চাই না কাউকে। সাংবাদিক: তারপরও একটু বলুন।সুজন: আমি এ পর্যন্ত বিয়েথা কিচ্ছু করিনি। আসলে বিয়ে মানেই ঝামেলা—এ কথা আমি আমার সন্তানদেরও বলে থাকি সব সময়।
****
পাত্রীর বাবার মুখোমুখিবিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্ত। তাই একদিন পাত্রীর বাবার মুখোমুখি হলো— বাবা: পান-টানের অভ্যাস আছে না কি? শান্তা: তার আগে–কোথায় আর কী কী পান করতে দেবেন, সেটাই বলেন।
****
স্ত্রীর মুঠোফোনে এসএমএসরমিজের স্ত্রীর বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি। রমিজ সকালে একটি এসএমএস করলেন স্ত্রীর মুঠোফোনে, ‘অবস্থা কী?’
কয়েক সেকেন্ড পরই একটি ফিরতি এসএমএস এলো, ‘ডেলিভারড’। রমিজ চেঁচিয়ে পুরো অফিস মাথায় তুললেন।
আধঘণ্টার মধ্যে চলে গেলেন স্ত্রী ও সন্তানের খোঁজ নিতে। গিয়ে দেখেন, তার স্ত্রী তখনো প্রসব বেদনায় কাতরাচ্ছেন!
এসইউ/জিকেএস