বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের নিখোঁজ তিনজনের মধ্যে বাজেরুং ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরা (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মা কিষ্ণাতি ত্রিপুরা এখনো নিখোঁজ রয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মাকে উদ্ধারে কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমচাষের কাজ শেষে বুধবার সন্ধ্যায় ছেলে-মেয়েকে নিয়ে কিষ্ণাতি ত্রিপুরা সাইঙ্গ্যাপাড়ার বাড়িতে ফিরছিলেন। তাদের সঙ্গে কিষ্ণাতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরাও (৩৫) ছিলেন। এ সময় ভারী বৃষ্টির হচ্ছিল। হঠাৎ সাইঙ্গ্যাপাড়ার ঘাটে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে রাংখাতি প্রাণে বেঁচে ফিরলেও তিনজন নিখোঁজ হন।
৩ নম্বর সদর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) জগদীশ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এসজে/এএসএম