পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর দৈর্ঘ্য ছয় ফুট। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেন পান ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান মৃত ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ (ইকোফিশ-২) অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, কুয়াকাটা সৈকতে আজও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এটাকে সৈকত থেকে সরিয়ে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ নিয়ে চলতি মাসে তিনটিসহ এ বছর প্রায় ২০টির বেশি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, ডলফিনগুলো কী কারণে মারা যাচ্ছে তা কেউ বলতে পারছেন না। তবে এটা জানা এখন খুব জরুরি হয়ে পড়েছে।
এসআর/জেআইএম