কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা অমান্য করে সাউন্ড বক্স বাজানোয় বোট চালক ও যাত্রীদের জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সাউন্ড বক্স বাজানো অবস্থায় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বোট চালক রাসেল চাকমাকে তিন হাজার আর যাত্রীদের দুই হাজার টাকা জরিমানা করে। এ সময় সাউন্ড বক্স জব্ধ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা জানান, জেলাপ্রশাসন কাপ্তাই হ্রদে সাউন্ড বক্স না বাজাতে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই সাউন্ড বক্স বাজায়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শংকর হোড়/এএইচ/এআরএ